Custom Thumbnail 

drop img here or browse to upload

add answer
create album
  • feeling
  • traveling
  • watching
  • playing
  • listening
  • Happy
  • Loved
  • Sad
  • Very sad
  • Angry
  • Confused
  • Hot
  • Broken
  • expressionless
  • Cool
  • Funny
  • Tired
  • Lovely
  • Blessed
  • Shocked
  • Sleepy
  • Pretty
  • Bored
0%

উপ-মহাব্যবস্থাপক - বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড
public Job
Job Type: Full-time
Salary: 130500 - 130500 tk. per month
Application Deadline:

 উপ-মহাব্যবস্থাপক - বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)

 

নিয়োগ বিজ্ঞপ্তি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর

নি্বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান

করা যাচ্ছে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৬ বৎসরের অভিজ্ঞতা, টেলিকম/ডাটাকম বিষয়ে অভিজ্ঞতা, সাবমেরিন ক্যাবল সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা/ জ্ঞানসম্পন্ন প্রার্থীণণ অগ্রগণা।

কর্মস্থল: ঝিলংজা, কক্সবাজার।

 

নির্বাচিত প্রার্থীকে কমপক্ষে ৫ বছর

বিএসসিসিএল-এর ল্যান্ডিং স্টেশনে

চাকরি করতে হবে।

 

প্রার্থীদের সাদা কাগজে পদের নাম উল্লেখপূর্বক বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্রের সহিত জীবন বৃত্তান্ত সম্প্রতি তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত

যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য সনদের ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রথম

শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক আগামী ১৫/১০/২০২০ খ্রি. তারিখ অপরাহু ৫:০০ ঘটিকার

মধ্যে উপরোপ্লিখিত ঠিকানায় নিম্থাক্ষরকারী বরাবর আবেদন জমা প্রদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারির তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া পরার্থিত পদের নাম খামের উপরে লিপিবদ্ধ করতে হবে।

আবেদনপত্রের সাথে ১,৫০০.০০ (এক হাজার পাচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অবশ্যই “বাংলাদেশ

সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড"-এর অনুকূলে প্রদান করতে হবে।

 

সরকারি, আধা-সরকারি/স্বায়তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদনপত্র গ্রহণ/বাতিল, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা ভ্রাস/বৃদ্ধি এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী

কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

 

তারিখ: ১৪/০৯/২০২০ খ্রি.।

 

স্বাক্ষরিত

মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ)

ডিসি-৬৭৮/২০ (৮৮ ৩) ফোন : ৮৮৭৯১৯২

 

 

 

Nupur , Md. Sheik and
43 more liked this
    Back
    friends & family